মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশের জন্য আপাতত ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত দেশগুলো হলো, ইরাক, ইরান,
লিবিয়া,
সিরিয়া,
ইয়েমেন,
সুদান ও সোমালিয়া। এবার পাকিস্তানের নামটিও সেই তালিকায় যুক্ত হতে পারে বলে সংবাদমাধ্যমে জানা যায়।
এ ব্যাপারে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রেইবাস জানিয়েছেন, প্রাথমিকভাবে সাতটি মুসলিম দেশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় আরো মুসলিম দেশ অন্তর্ভুক্ত হতে পারে। তারপর থেকেই পাকিস্তানের নামটি নিয়ে আলোচনা চলছিল। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া ও সন্ত্রাসবাদে রক্তাক্ত হওয়া দেশ হিসেবে পাকিস্তান বিশ্বে জোড়া সমালোচিত হচ্ছে। ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদকে চালনা করা দেশ হিসেবেও আন্তর্জাতিক মঞ্চে ধিকৃত হয়েছে পাকিস্তান। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি নাশকতায় কয়েকজন প্রবাসী পাকিস্তানি জড়িত আছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। সেই হিসেবে পাকিস্তানি নাগরিকদের আপাতত ভিসা প্রদান করার পথ থেকে সরে এলো মার্কিন সরকার। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন