ভারত - পাকিস্তান : বিরোধ ও সমর শক্তি



১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে চার চারবার যুদ্ধে জড়ায় প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ সালের যুদ্ধের পর সর্বশেষ ১৯৯৯ সালে দু'দেশের মধ্যে সংঘটিত হয় কারগিল যুদ্ধ। এর পর বেশ
Õবছর ধরেই দুদেশের সম্পর্কের তুলনামূলক শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছিল। কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে উভয় দেশের চিরাচরিত দ্বন্দ্ব আবার নতুন করে ফিরে এসেছে। বেজে ওঠেছে রণতুর্য। জন্মলগ্ন থেকে শত্রুভাবাপন্ন দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায়, তবে কী হবে তার পরিণতি? এমন অবস্থায় আসুন জেনে নেই দু'দেশের সমরশক্তি।
ভারত - পাকিস্তান : দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ

মন্তব্যসমূহ