বঙ্গবন্ধু উপগ্রহের মাধ্যমে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে?

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। এটি ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালের অধীন বাংলাদেশ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃত বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোডক্ষেপণছিল।


এই উপগ্রহটি বিশেষ করে টেলিভিশন, টেলিফোনে এবং ইন্টারনেট সেবা যা বাংলাদেশে সাধারণত বিদেশ থেকে কেনা হয়, এর মধ্যে ব্যাপক উন্নয়ন ও নিরবচ্ছিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেম আনবে

বর্তমানে টেলিভিশন, রেডিও, টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার জন্য বাংলাদেশ উপগ্রহ ভাড়াতে 14 মিলিয়নেরও বেশি ডলার ব্যয় করছেতাই এই উপগ্রহটি বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করবে এবং বাংলাদেশ সম্প্রতি সম্প্রচার পরিষেবা দিয়ে কিছু বিদেশি মুদ্রা অর্জন করবে

ভারত ও পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট রয়েছে, শ্রীলংকা সারিতে রয়েছেতাই নেপাল, মিয়ানমার বা ভুটানকে বাংলাদেশ ভাড়া দিতে প্রতিবছর প্রায় 50 মিলিয়ন ডলার আয় করতে পারে

অবশেষে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন অগ্রগতি হবেএই স্যাটেলাইটটি বাংলাদেশকে একটি বৃহৎ পরিমাপযোগ্যতা, বিশ্বমানেরতা, নির্ভরযোগ্যতা, বহুমুখিতা এবং সুপার পারফরম্যান্সের জন্য একটি দীর্ঘমেয়াদী সেবা প্রদান করবে

বাংলাদেশেরএই উপগ্রহের জন্য কিছু কিছু ক্ষেত্র যেমন টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করা হবে

সুবিধা
·                    টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করেএক্ষেত্রে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবেআবার দেশের ভিটি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবেএর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব
·                    বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১ হাজার ৬০০ মেগাহার্টজএর ব্যান্ডউইডথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেটবঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভবপ্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা প্রসারেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট
বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়েতখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে

বঙ্গবন্ধু উপগ্রহের বিস্তারিত জানতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন:
  1. info : Wikipedia
  2. BTRC : http://btrc.gov.bd/bangabandhu-satellite-project

মন্তব্যসমূহ