পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (৭৮ পদে)

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি) একাধিক পদগুলোয় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মন্ত্রণালয়ে তিনটি পদে ৭৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

সিনিয়র স্টাফ নার্সঃ পদটিতে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। এই পদে শুধু নারীরা আবেদন করতে পারবেন।
বেতনঃ ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৭ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ২৪ হাজার ৭০০ ও ২৫ হাজার ৫০০ টাকা।
ইলেকট্রা মেডিকেল টেকনিশিয়ানঃ পদটিতে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।
বেতনঃ ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২১ হাজার ৭০০ এবং ঢাকার বাইরে ২০ হাজার ৪৫০ ও ১৯ হাজার ৮২৫ টাকা।
স্টোরকিপারঃ পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।
বেতনঃ ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৮ হাজার ৩০০ টাকা।
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dgfp.gov.bd) মাধ্যমে অনলাইনে অফিস সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমাঃ আগামী ৫ মে-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : bangladesh.gov.bd
করুন : www.dgfp.gov.bd


মন্তব্যসমূহ