গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট বিয়ে করা জুঁটি
হলেন ব্রাজিলের ৩১ বছর বয়সী পাওলো গ্যাব্রিয়েল দ্য সিলভা বারোস ও তার স্ত্রী
কাটেসিয়া লিও হোসেনো।
তাদের উচ্চতা যথাক্রমে ৩৫.৫৪ ইঞ্চি ও ৩৫.৮৮। দুজনের মিলিত
উচ্চতা ৭১।
২২ নভেম্বর ২০১৬ মধুর সময় আনন্দময় হয়ে উঠেছে ব্রাজিলের এক
দম্পতির। তাদের আট বছরের প্রেম পরিণতি পেয়েছে বিয়েতে। কম উচ্চতা হলেও
দমে যাননি তারা। ছোট হলেও স্বপ্ন তাদের অনেক বড়। তাইতো নিজেদের পছন্দেই বিবাহ
বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এজুটির আগে
ব্রাজিলেরই নাগরিক ডগলাস মেইস্ত্রি ব্রেগার দ্য সিলভা এবং তার স্ত্রী ক্লাউডিয়া
পেরেইরা রোসা ছিলেন বিশ্বের সবচেয়ে ছোট দম্পতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন