গাঙচিলে স্বাগতম


Beautiful Bangla

এই ব্লগটিতে আপনাদের সবাই কে স্বাগতম  
এটিতে যে সব বিষয় এর উপর প্রাধান্য দেওয়া হবে তা হল - মোবাইল ও কম্পিউটারের নানা রকম টিপস, পড়া - শোনা, স্কুল-কলেজের পরীক্ষার নোটিস, দৈনন্দিন জীবনে ব্যবহৃত টোটকা, সিমের অফার, বিচিত্র তথ্য, মণিষিদের বিরল ঘটনা, কৌতুকসহ আরও অনেক বিষয়। 
গাঙচি ব্লগটি রাজনৈতিক আলোচনা মুক্ত থাকবে। কোন এডাল্ট বিষয়ের আলোচনা এখানে থাকবে না। এতে তুলে ধরার চেষ্টা করবো আপনদের চাহিদা মত পোষ্ট। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যত টুকু পারি দেব। এজন্য সবাই দোয়া করবেন। আপনারাও এসব বিষয়ে এই ব্লগে সহযোগীতা করবেন। আপনারাও চাইলে নানা রকম পোষ্ট করতে পারেন এখানে। আর অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন, সবার কাছে এটি একান্ত কাম্য।
আজ এ পর্যন্তই । কোন ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 

মন্তব্যসমূহ